রাঙ্গামাটি প্রতিনিধিঃ-
বান্দরবানে লামার সরই ইউনিয়নে রাবার ইন্ডাস্ট্রিজ মালিকদের অবৈধ লীজ বাতিল। জুম ভূমিতে অগ্নিসংযোগকারী ও ঝিঁরিতে কীটনাশক ছিটানোকারীদের যথাযথ শাস্তি প্রদান। ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে যথাযথ ক্ষতিপূরণ দেয়া। ভূমি সমস্যা নিরসনের জন্য পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন দ্রুত কার্যকর করা ও শান্তিচুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবী জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম সচেতন জুম্ম ছাত্র সমাজ। একই সঙ্গে আইনের আওতায় এনে যথাযথ শাস্তির দাবীও জানায় এই সংগঠনটি।
শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাঙ্গামাটি জেলা প্রশাসন কার্যালয়ের সামনে পার্বত্য চট্টগ্রাম সচেতন জুম্ম ছাত্র সমাজের আয়োজিত ঘণ্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচীতে এ দাবি জানান তাঁরা।
এতে সংগঠনের নেতারা বলেন, পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা এটি দীর্ঘদিনের সমস্যা। এই সমস্যা সমাধান করার জন্য সরকার ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর শান্তিচূক্তিতে সাক্ষরিত ধারাগুলো বাস্তবায়ন না করার কারণে পাহাড়ে অশান্তি বিরাজ করছে। এ প্রেক্ষিতে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করার জন্য নিয়োজিত একটি গোষ্ঠীও বিরোধিতা করে চলেছেন। সেপ্টেম্বর ৭ তারিখ ভূমি কমিশনের বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠকে বানচাল করার জন্য বিশেষ একটি গোষ্ঠী হরতালের ডাক দিয়েছে। এই হরতাল ডাক দেয়ার কারণ তারা পাহাড়ের শান্তি চাই না অশান্তি সৃষ্টি করতে চায়।
নেতারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের স্থায়ী বাঙালিদের সাথে পাহাড়িদের কখনো অশান্তি সৃষ্টি হয়নি। যাঁরা সমতল থেকে উড়ে এসে জুড়ে বসেছে পাহাড়ে অশান্তি সৃষ্টি করার জন্য পাহাড়িদের নিজস্ব ভূমি বেদখল করে আবার শান্তিচুক্তির বিরোধিতাও করছে। অন্যের ভূমি দখল করে কিভাবে বিশৃঙ্খলা তৈরি করতে পারে এবং ভূমিদস্যুদের ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারী দেন তাঁরা। আগামীতেও যদি শান্তিচুক্তি বাস্তবায়নে বিরোধিতা করেন এবং ভূমি কমিশনের যেকোন কার্যক্রমে কেউ বাঁধা প্রদান করে তাহলে এই পার্বত্য চট্টগ্রাম সচেতন জুম্ম ছাত্র সমাজ প্রতিরোধের জন্য প্রস্তুত আছেন বলে জানান নেতারা।
এসময় রাঙ্গামাটি সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেনন চাকমার সভাপতিত্বে মানববন্ধনে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুমন মারমা, সাংগঠনিক সম্পাদক জগদীশ চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক শান্তি দেবী তঞ্চঙ্গা, রাঙ্গামাটি সরকারি কলেজ শিক্ষার্থী মেংসিং মারমা প্রমূখ বক্তব্য রাখেন।