রুমা(বান্দরবান)প্রতিনধিঃ- রুমা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ এর বার্ষিক তাবু বাস ও দীক্ষা অনুষ্ঠান পালিত।
গত ০৩ সেপ্টেম্বর ,২০২২ রোজ শনিবার রুমা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে কলেজ মাঠে রোভার সহচরদের নিয়ে বার্ষিক তাবুবাস শুরু হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব সুইপ্রুচিং মার্মা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোভার স্কাউট লিডার জনাব হারুনুর রশিদ। তিনদিন ব্যাপি এই দীক্ষা ক্যাম্প পরিদর্শন করেন রুমা সেনা জোন কমান্ডার জনাব মোহাম্মদ শাহরিয়ার কবির। রুমা সরকারি কলেজের রোভার স্কাউট গ্রুপের সর্বমোট ৩০ জন সহচর, প্রথম বারের মত তাবু বাস, হাইকিং, তাবু জলসা ইত্যাদি বিষয় হাতে কলমে করতে পেরে অত্যন্ত আনন্দিত এবং রোভারিং ধারাবাহিকতা তারা বজায় রাখবে।
ক্যাম্পের ৩য় দিন ০৫ সেপ্টম্বর ২০২২ নবদীক্ষিত রোভারদের দীক্ষা দেন জনাব জাহাঙ্গীর আলম, সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, বান্দরবান জেলা রোভার। তিনদিন ব্যাপি এই অনুষ্ঠান সাফল্যমন্ডিত করতে সার্বিক তত্ত্বাবধানে কাজ করেন মো: ইসমাঈল , সিনিয়র রোভার মেট প্রতিনিধি, বান্দরবান জেলা রোভার।