নিজস্ব সংবাদদাতাঃ- খাগড়াছড়ির দীঘিনালায় উলুধ্বনি, শঙ্খ, ঘণ্টা সহসহ ঢাক- ঢোলের বাজনা ও ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীড়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা।
শনিবার সকাল হতে দীঘিনালায় কেন্দ্রীয় শিব মন্দিরে দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভের মধ্য দিয়ে শুরু হয় ষষ্ঠীর দিনের পূজা। কেন্দ্রীয় সনাতনী শিব মন্দির পূজামন্ডপ ছাড়াও উপজেলার সব কয়টি পূজা মন্ডপে গুলোতে শুরু হয়েছে ষষ্ঠীপূজার আয়োজন।
উপজেলার ১০টি পূজা মন্ডপে এ বছর দূর্গাপূজা অনুষ্টিত হবে। এসব পূজা মণ্ডপের মধ্যে রয়েছে দুটি ঘট পূজা। প্রশাসনের পক্ষ হতে নেওয়া হয়েছে পূজার জন্য জোরদার নিরাপত্তা ব্যবস্থা। ৮ টি পূজামন্ডপকে আনা হয়েছে সিসিটিভির আওতায়।
পঞ্জিকা অনুযায়ী শনিবার মহা ষষ্ঠীতে সকালে দুর্গা দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা, সন্ধ্যায় দেবীর বোধন। রোববার মহা সপ্তমীবিহিত পূজা, সোমবার মহা ষ্টমীবিহিত পূজা, মঙ্গলবার মহা নবমীবিহিত পূজা, বুধবার দশমীবিহিত পূজা সমাপন ও প্রতিমা বিসর্জন।
এদিকে উপজেলার পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন খাগড়াছড়ি পুলিশ সুপার নাইমুল হক। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, খাগড়াছড়ির পূজা মণ্ডপ গুলো পরিদর্শন করে দেখছি তারাই অংশ হিসাবে দীঘিনালার পূজা মণ্ডপ গুলো আজ পরিদর্শন করতে এসেছি। চমৎকার উৎসব মুখোর পরিবেশে পূজা উদযাপন শুরু হয়েছ। পূজা মণ্ডপে থাকা লোকজনদের সাথে কথা বলেছি খুব সুন্দর এবং পূর্বের বছর গুলোর চাইতে এবছর পূজায় পরিবেশ খুব সুন্দর রয়েছে। পূজার নিরাপত্তায় পুলিশ বাহিনী কাজ করছে, পাশাপাশি আনসাররাও কঠোর পরিশ্রম করে যাচ্ছে। সকলের সার্ব্বিক সহযোগিতায় শান্তিপূর্ণ এবং সুন্দর একটি পূজা শেষ হবে বলে আশা রাখি।
এসময় পূজা মণ্ডপ পরিদর্শনে অংশ গ্রহণ করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম, দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম পেয়ার আহমেদ।