দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ- খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউপি’তে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেড।
আজ মঙ্গলবার সকালে খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেড-এর আয়োজনে উপজেলার বাবুছড়া ইউপি’র বাবুছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করে বেবী টাইগার্সের দীঘিনালা জোন। এসময় বাবুছড়া ইউপি’র দূর্গম্য এলাকার সাধারণ জনগণের মাঝে বিনামূল্যে অন্তত ৫০০ জন রোগীর চক্ষু সেবা ও ওষুধ প্রদান করা হয়।
বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন মেডিকেল ক্যাম্পেইনটি উদ্ভোধন করেন খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেড এর কমান্ডার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিএসপি, এনডিসি, পিএসসি।
এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ব্রিগেড এর জিটুআই মেজর জাহিদ হোসেন, পিএসসি। ৪-ইস্টবেঙ্গল, বেবী টাইগার্স দীঘিনালা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল রুমন পারভেজ পিএসসি। আরো উপস্থিত ছিলেন বাবুছড়া ইউপি’র চেয়ারম্যান সন্তোষ জীবন চাকমা প্রমুখ্য।
চিকিৎসা নিতে আসা দূর্গম্য এলাকার বিনোতী চাকমা(৫০) বলেন, সেনাবাহিনীর বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে অনেক খুশি হয়েছি।
এ সময় দূর্গম্য এলাকার শিক্ষার্থী আর্জু চাকমা(১৪) জানান, দূর্গম্য এলাকা হতে চক্ষু চিকিৎসার জন্য আমাদের খাগড়াছড়ি যেতে হয়। এখানে চিকিৎসা সেবা অনেক উপকৃত হয়েছি