খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং উত্তর ও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভার নামে লোক ডেকে নারী ইউপি চেয়ারম্যান-র বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ঝাড়ু মিছিলের প্রতিবাদে ইউপি সদস্য আমজাদ হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করছে মেরুং ইউপি চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদীকা মাহমুদা বেগম লাকী।
৮ জানুয়ারি রবিবার সকাল ১০ টায় দীঘিনালা উপজেলা বাসস্ট্যান্ডে সংলগ্ন আবাসিক হোটেল ইউনিটিতে এ সংবাদ সম্মেলন করেন। এসময় সংবাদ সম্মেলনে নারী ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী লিখিত অভিযোগ করে বলেন, মেরুং ইউপির সদস্য আমজাদ হোসেন, পরিকল্পিত ভাবে মেরুং ইউনিয়ন পরিষদ থেকে ব্যাক্তি স্বার্থহাসিল করার জন্য সে এবং তার সহযোগীরা মিলে আওয়ামী লীগের বর্ধিত সভার কথা বলে লোক ডেকে জড়ো করেন। সেখান থেকে পরিকল্পনা অনুযায়ী আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য জাড়ু মিছিল বের করেন তারপর সেগুলো ভিডিও ধারনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেরুং ইউনিয়ন পরিষদ সদস্য ঘনশ্যাম ত্রিপুরা, মো হেলাল উদ্দিন, নাজমুল মোহাম্মদ তারা, সংরক্ষিত মহিলা সদস্য মিনা চাকমা, সমিরন চাকমা, স্বপন বিকাশ চাকমা, ভুবন ত্রিপুরা, শান্তি প্রিয় চাকমা।
এদিকে ১নং মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে মিটিং মিছিল করানের প্রতিবাদে ষড়যন্ত্রকারী মেম্বার আমজাদ হোসেনসহ তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ১নং মেরুং ইউনিয়ন সর্বস্তরের জনগণকে আয়োজনে মানববন্ধন করেছে। মানববন্ধনে বক্তব্য রাখনে ইউপি সদস্য মো তারা, মো চাঁন মিয়া প্রমূখ।
উল্লেখ যে, গত ৬ জানুয়ারী মেরুং উত্তর ও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভার কথা বলে লোক জড়ো করে ঝাড়ু মিছিল করে ইউপি সদস্য মোঃ আমজাদ হোসেন।