প্রতিনিধি, মানিকছড়ি(খাগড়াছড়ি)প্রতিনিধ-
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার কৃতি সন্তানদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে ‘মানিকছড়ি স্টুডেন্টস ফোরাম’ নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী মো. ওয়াসিম আকরামকে সভাপতি ও সামশুল হককে সাধারণ সম্পাদক ঘোষণা করে ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
১০ আগস্ট বুধবার বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চত্বরে মানিকছড়ির কৃতি সন্তান ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আলমগীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় চবি শিক্ষার্থী মো. ওয়াসিম আকরামকে সভাপতি ও সামশুল হককে সাধারণ সম্পাদক এবং মেহেদী হাসান হৃদয়, নুরুল আলম তাহমিদ, সুইক্রাচিং মারমা ও কাউচার উদ্দীন সাব্বিরকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করে ৩১ সদস্য বিশিষ্ট ১বছর মেয়াদী মানিকছড়ি স্টুডেন্টস ফোরাম গঠন করা হয়। কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়,জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে এই সংগঠনের আত্মপ্রকাশ হয়।