নিজস্ব সংবাদ দাতাঃ- পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ এর ঢাবি(ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত ৭ কলেজে শাখার আংশিক কমিটি অনুমোদন দিয়েছে পিসিসিপি কেন্দ্রীয় কমিটি ।
এতে সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: দিদারুল আলম এবং সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত হয়েছেন মো: রাসেল মাহমুদ।
৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেন পিসিসিপির কেন্দ্রিয় সভাপতি সাহাদাৎ ফরাজী সাকিব ও সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ ।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে সিনিয়র সহ-সভাপতি মোঃ আরিফ হোসেন এবং সহ-সভাপতি তাসনিম আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মিসবাহ্ উদ্দীন।
সাংগঠনিক সম্পাদক আরিয়ান রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক ফরহাদ উদ্দীন এবং প্রচার সম্পাদক আব্দুল্লা আল মামুন।
সভাপতির দায়িত্ব পাওয়া দিদারুল বলেন, আমরা চেয়েছিলাম পার্বত্য চট্টগ্রামের সাধারণ ছাত্র ছাত্রদের কল্যাণে সাত কলেজ পিসিসিপি’র শাখা কমিটি হিসেবে অন্তর্ভুক্ত হোক অবশেষে আমরা সে কাংখিত কমিটি উপহার পেলাম, তাই কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি ।
এবং সাধারণ সম্পাদক মোঃ রাসেল মাহমুদ বলেন আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথার্থভাবে পালন করবো ইনস্আল্লাহ এবং ছাত্রদের সকল ক্ষেত্রে পাশে থেকে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন কেন্দ্রিয় সভাপতি ও সাধারণ সম্পাদকে এবং সকলের ভালোবাসা ও দোয়া চেয়েছেন।”
এ বিষয়ে কেন্দ্রীয় সভাপতি সাহাদাৎ ফরাজী সাকিব বলেন, ‘নতুন নেতৃত্ব এসেছে, তারা পাহাড়ের সকল মানুষের কল্যাণের লক্ষে সাফল্য অর্জন করবে বলে আশা রাখছি।’