লংগদু (রাঙামাটি) প্রতিনিধিঃ- পার্বত্য জেলা রাঙামাটির লংগদুতে চার কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার গুলশাখালী ইউনিয়নের জালালাবাদ গ্রামের মৃত আলী হোসেনের ছেলে সামছু মিয়া (৪৫) এবং মহালছড়ি উপজেলার কিয়াংঘাট এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে রেজাউল করিম (১৯)।
পুলিশ জানায় , সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার করল্যাছড়ি এলাকা থেকে যাত্রীবাহী মোটরসাইকেল থামিয়ে তাদের সাথে থাকা ব্যাগ জব্দ করে গাঁজা উদ্ধার করা হয়। এ সময় চার কেজি গাঁজাসহ দুজনকে আটক করে থানায় সোপার্দ করা হয়।
এ বিষয়ে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, লংগদু থানা পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) তাদেরকে আদালতে পাঠানো হবে। মাদক নিয়ন্ত্রণে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। লংগদু উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশ তার সর্ব্বোচ দিয়ে চেষ্টা করছে।