বাঘাইছড়ি(রাঙ্গামাটি) প্রতিনিধিঃ-
সাজেকও বাঘাইছড়ি প্রতিনিধি! রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক ও বাঘাইছড়িতে বৃহত্তর মানবন্ধন কর্মসুচি পালন করেছে বঙ্গলতলি ও সাজেক ইউনিয়নের সচেতন এলাকাবাসি।
আজ ৩০ আগস্ট ২০২২ ইং তারিখে ঐক্যে উন্খান ভিবেদে পতন, জুম্মো দিয়ে জুম্মো ধবংসের সরকারি নীলনক্সা ভেস্তে দিতে এক হও, প্রতিরোধ গড়ে তোল! ব্যনারে আয়োজিত মানববন্ধনে সকাল ১০টায় বাঘাইহাট উজো বাজারে সাজেক ইউনিয়নের কার্বারী এসোশিয়েশনের সদস্য প্রবিন চাকমার চঞ্চলনায় সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন নতুন জয় চাকমা সাধারন সম্পাদক কার্বারী এসোশিয়েশন সাজেক। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন পরিচয় চাকমা মেম্বার ৫নং ওযার্ড সাজেক ইউপি, বাঘাইছড়ি নারী সমাজের নেত্রী মিলি চাকমা।
মানববন্ধনে আরো উপস্তিত থাকেন দয়াধন চাকমা মেম্বার ৪নং ওযার্ড, সুমিতা চাকমা সংরক্ষিত মহিলা মেম্বার, তাপস চাকমা মেম্বার, ৬নং ওযার্ড, এসারাও সাজেক ইউনিয়নের কার্বারী এসোশিয়নের গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্তিত ছিলেন একই ব্যানারে মাচালং এলাকায় মানববন্ধনে কিরন জিত ত্রিপুরা কার্বারী চঞ্চলনায় বক্তব্য রাখেন নতুন জয় কার্বারীও এলাকার বিশিষ্ট সচেতন মহল। সকালে সাজেক ইউনিয়নের ৭টি স্হানে শান্তি পুর্ণ ভাবে মানববন্ধন অনুষ্টিত হয়েছে! ১ বাঘাইহাট হাজাছড়া, (২) উজো বাজার, (৩) নাঙ্গলমারা, (৪) নন্দরাম, (৫) ১৪ কিলো মাচালং (৬) মাচালং ব্রিজ পাড়া, (৭) ৮ নং পাড়া সাজেক। একই ব্যানারে বাঘাইছড়িতে তিনটি স্হানে মানববন্ধন হয়েছে সকালে ১০ টায় করেঙ্গাতলি, জারুলছড়ি ও বঙ্গলতলিতে ও শান্তি পুর্ণভাবে মানববন্ধন হয়েছে।
মানববন্ধনে বিভিন্ন স্হান থেকে শত শত নারী পুরুষ রাষ্টায় দাড়িয়ে মানববন্ধন কর্মসুচিতে অংশ গ্রহন করেছে। মানববন্ধনে বক্তরা বলেন পাহাড়ে এখন যে ভাইয়ে ভাইয়ে সংঘাত হচ্ছে তার দায় বার এই সরকারকে নিতে হবে পাহাড়ে শাষকগোষ্টীর কতৃর্ক যেভাবে জুম্মো ধবংসের ষড়যন্ত্র চালাচ্ছে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। বক্তরা অভিলম্বে সন্তুু লারমাকে সংঘাত বন্ধ করে ঐক্যে বদ্ধ আন্দোলনে এগিয়ে আশার আহববান জানান। তবে সাজেক ইউনিয়নে কয়েকটি এলাকায় শান্তি পুর্ণ ভাবে মানবন্ধন হলেও মাচালং নোয়াপাড়া এলাকায় নিরাপত্তা বাহিনীর বাধার মূখে পড়তে হয়।