মানিকছড়ি(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ- সনাতন ধর্মালম্বীর শারদীয় দুর্গোৎসব পরিচালনায় খাগড়াছড়ির মানিকছড়ি কেন্দ্রীয় রাজশ্যামা কালি মন্দির কমিটির উদ্যোগে সনাতন নেতা অমর কান্তি দত্তকে সভাপতি ও রাহুল দেব নাথকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
গত ৩০ আগস্ট মঙ্গলবার রাতে উপজেলার রাজশ্যামা কালি মন্দির কমিটির সভাপতি বাদল কান্তি সেন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তুষার পাল সঞ্চালনায় এক সভা অনুষ্টিত হয়। এতে অতিথি ছিলেন, মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা অজিত কুমার নাথ, সন্তোষ কুমার নাথ ও উপজেলা সনাতন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি রুপেন পাল।
সভায় উপস্থিত অতিথিরা আসন্ন দুর্গোৎসব পালনে উপজেলা সনাতন সমাজ কল্যান পরিষদের সাধারণ সম্পাদক ও গ্রাম ডাক্তার কল্যাণ পরিষদের সভাপতি অমর কান্তি দত্তকে সভাপতি ও সনাতন যুব কল্যাণ পরিষদের সদস্য রাহুল দেব নাথকে সাধারণ সম্পাদক ঘোষণা করে শারদীয় দুর্গোৎসব পরিচালনায় আংশিক কমিটি গঠন করা হয়েছে।